স্বেচ্ছাসেবক লীগনেতার দুই হাতের কবজি কর্তন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগনেতার দুই হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গচিহাটা কাছারিপাড়া মোড়সংলগ্ন মুচিবাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই স্বেচ্ছাসেবক লীগনেতার নাম রফিকুল ইসলাম নয়ন (৩৮)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গচিহাটা কাছারিপাড়া মুচিবাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি জব্দ করা হয়েছে। কারা এবং কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জানতে মাঠে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এ পর্যন্ত দুজনকে আটক করেছে।

ওসি আরও জানান, আহত রফিকুল ইসলাম নয়ন উপজেলার ধূলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার বড় ছেলে। 

ঢামেক হাসপাতাল থেকে নয়নের ছোট ভাই শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, তাঁর ভাই (নয়ন) মোটরসাইকেল চালিয়ে ধুলদিয়া বাজার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন  দুর্বৃত্ত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং মাথা ঘাড়, পিঠ, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

ভাই শফিকুল ইসলাম মুঠোফোনে আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ভাইকে (নয়ন) উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে জানিয়েছেন।