৩০৩ মেট্রিক টন ধান গুদামজাত, ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটে অবৈধভাবে ৩০৩ মেট্রিক টন ধান গুদামজাত করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫-এর ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শুকতাহার মোড় এলাকার মেসার্স মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান আলীকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, গুদামজাত করার গোপন খবরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল মেসার্স মাহবুর ট্রেডার্সের বিরুদ্ধে তদন্ত করে। তদন্তে তথ্যের সত্যতা পাওয়া গেছে। পরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ৩০৩ মেট্রিক টন ধান গুদামজাত পাওয়া যায়। এ ছাড়া ধান ক্রয়-বিক্রয়ের রশিদও দেখাতে পারেননি মেসার্স মাহবুর ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান আলী। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকশ দল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার (জয়পুরহাট জেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও জয়পুরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিকের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।