জাবি ছাত্রলীগনেতা মোস্তাফিজুরসহ চারজন রিমান্ডে

Looks like you've blocked notifications!
জাবি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

ছাত্রলীগনেতা মোস্তাফিজুরসহ চারজনকে আসামির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানার মামলায় তাদের এই রিমান্ড দিলেন আদালত। 

আজ রোববার ( ৪ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি চারজনকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সরকারি কোঁসুলি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন—সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

নথি থেকে জানা গেছে, এদিকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে আশুলিয়া থানায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মামলাটি করেন। মামলার আসামিরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের ছাত্র সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুরাদ ও ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত মামুনুর রশিদ।