বেনাপোল দিয়ে ইজতেমার ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে

Looks like you've blocked notifications!
বিশ্ব ইজতেমা শেষে সোমবার ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য লাইন দিয়ে বেনাপোলের ইমিগ্রেশন কাস্টমস পার হচ্ছেন। ছবি : এনটিভি

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ জমায়েত হিসেবে পরিচিত টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে একদল মুসল্লি বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরে গেছেন।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। প্রার্থনা আর ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে মাওলানা জুবায়ের গ্রুপের ইজতেমা।

ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে লাইনে দাঁড়াচ্ছেন। সোমবার সকাল থেকে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিক আহমেদ জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন।