গড়াই নদীতে সেতু নির্মাণকাজ উদ্বোধন হাসান ফয়েজ সিদ্দিকীর
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর উপর জানিপুর-ওসমানপুর সংযোগ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকীব, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংযোগ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাসান ফয়েজ সিদ্দিকী জানান, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে। অর্থনৈতিক মুক্তি ও বিপ্লব হবে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এরপর সেতুর সেখানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
২৭৮ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। স্বাধীনতার পর থেকেই খোকসাবাসী এই সেতুর দাবি করে আসছিল। সেতুটি নির্মিত হলে খোকসা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মানুষের যোগাযোগে সেতুবন্ধ তৈরি হবে। বর্তমানে নৌকায় করে মানুষ চরম দূর্ভোগ নিয়ে নদী পারাপার হয়।