জুয়ার আইন সংশোধনে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জুয়া খেলার আইন সংশোধনের বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই আইনটা মর্ডানাইজড করা হবে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
কিশোরগঞ্জ-২-এর সংসদ সদস্য সোহরাব উদ্দিন তার প্রশ্নে বলেন, আমাদের দেশে জুয়া খেলা সামাজিক ব্যাধি এবং জুয়া খেলার বিভিন্ন অপরাধ, ছিনতাই এবং ডাকাতিসহ অনেক ধরনের অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। সমাজের নিরাপত্তার জন্য এই জুয়া খেলা বন্ধ করা জরুরি। কিন্তু, জুয়া খেলা বন্ধের আইন খুব দুর্বল। আমি জানতে চাচ্ছি, জুয়া খেলার যে আইন বা প্রতিরোধের আইন তা প্রতিরোধ করা সম্ভব হবে কি না। এর উত্তরে আইনমন্ত্রী বলেন, জুয়ার আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং আইনমন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। এই আইনটি কিছুটা সংশোধন বা নতুন আলোকে করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আমার মনে হয় শিগগির একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই আইনটা মর্ডানাইজড করা হবে।