তিন বিভাগে বৃষ্টির আভাস, রাতে থাকতে পারে ঘন কুয়াশা

Looks like you've blocked notifications!
রাডারের ফাইল ছবি এনটিভির

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (https://live6.bmd.gov.bd/file/2024/02/05/pdf/161329.pdf)। একইসঙ্গে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে তারা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্যের পাশাপাশি বলা হয়েছে, এই তিন বিভাগ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।