চাঁদপুরে তিন ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভাটা পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আইন লঙ্ঘন করায় তিনটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ইটভাটা পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে জরিমান এবং পানি ছিটিয়ে দেওয়া হয়।

রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপচিালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন দেন সহকারী পরিচালক মো. হান্নান।

জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।