১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

উপজেলার ফনকুল এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী মেজিস্ট্রেট তামজিদ আহমেদ জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে স্থাপনের দায়ে মোট ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা করে আদায়সহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ইটভাটা ভেঙে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের হাইকোর্টে রিট করা ছিল তাদের মাটি ব্যবহার আইনে জরিমানা করা হয়েছে। আর যাদের জেলা প্রশাসকের লাইসেন্স রয়েছে তারা ভাটা চালাতে পরবে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।