জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মূলহোতা গ্রেপ্তার

ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ নানা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ। ছবি : এনটিভি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলরুমের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুন ও তার সহায়তাকারী মুরাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাত ১১টা ৬ মিনিটে বিষয়টি জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, মামুনকে রাজধানীর ফার্মগেট ও তার সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।