জাবিতে গৃহবধূকে ধর্ষণ : রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে ৪ আসামিকে

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে ধর্ষণের মামলায় রিমান্ডে নেওয়া আসামিরা। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের মামলার চার আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে পাঠাবে পুলিশ।  

আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। এর মধ্যে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় গত রোববার (৪ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের এই মামলার পলাতক আসামি ছাত্রলীগনেতা মুরাদ হোসেন ও মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্ৰেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ছয় আসামিই গ্রেপ্তার হলো।

মামুনুর রশিদ ওরফে মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং মুরাদ হোসেনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে আরও দুজনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির নতুন দুই সদস্য হলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও যৌন নিপীড়নবিরোধী সেলের সভাপতি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা।

আটক দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তাদের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত গ্রাম। এদের মধ্যে মুরাদ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক। এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।