নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের পঞ্চবটী বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের পঞ্চবটী বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ করেছে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার হাজারো শ্রমিক। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

শ্রমিকদের অভিযোগ, সকালে বিক্ষোভের সময় বহিরাগত লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকরা তাদের কারখানা থেকে বের করে দেয়। এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধারের কথা জানায় শ্রমিকরা। আন্দোলন দমন করতে এসব রাতেই কারখানার ভেতরে নিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

শ্রমিকরা জানায়, বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। গত ছয় মাস ধরে বেতন নিয়ে সমস্যা করছে তারা। নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে। বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত আছেন।

অবন্তী গার্মেন্টসের জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, এক মাসের বেতন বকেয়া আছে, সেটা সোমবার পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। তবে এটি একদল শ্রমিক মানতে নারাজ। এ নিয়ে গতকাল বুধবার কথা হলেও আজ সকাল থেকে ওই একদল শ্রমিক বকেয়া বেতন পরিশোধ না করলে কাজ বন্ধ করে দিতে চায়। এ সময় যারা কাজ করতে চায় তাদের দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে বের করে এনে গার্মেন্টসে তালা লাগিয়ে দেয় এবং গার্মেন্টসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ডাইং ও প্রোডাকশন বন্ধ করে দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু লাঠিসোঁটা উদ্ধারের কথা আমরা জানতে পেরেছি।’