ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে প্রাণ গেল শিশুর

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

নোয়াখালীতে এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়েছিল শিশুটি। পথিমধ্যে ট্রাকচাপায় মারা যায় সে। বাঁচেনি ওই নারীও। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান রনি তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করমউল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত ভবঘুরে নারী (৬০)। তাৎক্ষণিক ভবঘুরে নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ভবঘুরে ওই বৃদ্ধা সোনাপুর এলাকায় থাকত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। অসহায় ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। এ সময় সোনাপুর কোল্ড স্টোরেজের সামনে বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জাহিদুর রহমান রনি জানান, ময়নাতদন্তের জন্য বৃদ্ধার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ পরিবার নিয়ে গেছে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুলিশকে খবর দিলে তা  জব্দ করে থানায় আনা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।