কুষ্টিয়ার ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন সেনা সদস্য রহমত আলী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোছা. ছালমা খাতুন (৪০) ও স্মরণ হোসেন (১২) সেনা সদস্য রহমত আলীর স্ত্রী ও সন্তান। এ ঘটনায় আহত রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

আহত সেনা সদস্যের বন্ধু শফি উদ্দিন জানান, রহমত কয়েকদিন হলো ছুটিতে এসেছে। শহ‌রের বাসা থেকে সন্ধ‌্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে মটরসাইকেল‌যো‌গে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় ও পথচারীরা তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে এক সেনা সদস্যকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্ত্রী ও সন্তানকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আকিবুল ইসলাম।