আনসার বাহিনীকে আরও দক্ষ ও স্মার্ট করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মেলাতে আমরা আনসার বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রী আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আনসার বাহিনীর প্রশংসা করে সরকারপ্রধান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনী অতীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে অনুরূপ দায়িত্ব পালন করে যেতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা নিয়েই দেশের গ্রাম এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’