হাজিদের সেবার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সৌদি আরবে পাঠানো হয় : ধর্মমন্ত্রী

Looks like you've blocked notifications!
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : ধর্ম মন্ত্রণালয়

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজ ব্যবস্থাপনা ও হাজিদের সেবা প্রদানের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন টিমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সৌদি আরবে পাঠানো হয়। বাংলাদেশি হাজিদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেওয়ার উদ্দেশ্যে তাদের দেশটিতে পাঠানো হয়। সরকারি টাকায় হজ করতে তাদের পাঠানো হয় না। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মুহম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল তার প্রশ্নে বলেন, প্রতিবছর অসংখ্য সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরকারি টাকায় হজে যান। সরকারি টাকা জনগণের টাকা। অন্যের টাকায় হজ সঠিক হবে কি না এবং যে সব কর্মকর্তা ও কর্মচারী হজে যান তারা হাজিদের কতটুকু খেদমত করেন? উত্তরে মন্ত্রী এসব তথ্য জানানোর পাশাাপশি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ও বয়স্ক হাজিদের চিকিৎসা সেবাসহ সকল ক্ষেত্রে টিমের সদস্যরা হাজিদের যথাযথ খেদমত করে থাকেন। দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়।