অটোরিকশাসহ ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ভৈরবে ছিনতাই হওয়া অটোরিকশাসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই হওয়া একটি অটোরিকশাসহ ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ দুপুরে আদালতের মাধ্যমে ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানো হয়ছে।

গত ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অটোচালক আরমান মিয়ার অটোরিকশা ছিনতাই হয়। রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর কবরস্থান এলাকা থেকে ইয়াছিন মিয়া, শরীফ, আব্দুল্লাহ ও রানা মিয়া নামে চার ব্যক্তি ভৈরব বাজার কাঠপট্টি বালুর মাঠ এলাকায় যাওয়ার কথা বলে আরমানের অটোরিকশায় ওঠেন। পরে সেখানকার নির্জন এক স্থানে নিয়ে তাঁকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে অটোরিকশাটি ছিনিয়ে নেন তাঁরা।

এ বিষয়ে অটোচালক আরমানের বাবা জুয়েল রানা থানায় একটি থানায় অভিযোগে করলে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন, শরীফ, আব্দুল্লাহ ও রানা মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে জানায়, সুমন মিয়া নামের এক ব্যক্তির কাছে অটোরিকশাটি ৩০ হাজার টাকায় বিক্রি করেছে। সেই তথ্যে সুমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলে সুমন মিয়ার তথ্যে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার তোফাজ্জল মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। সুমন মিয়া ওই গ্যারেজটির ম্যানেজার।