মোংলা বন্দরে নৌযান বহরে যুক্ত হলো এম টি নীল কমল, জয়মনি

Looks like you've blocked notifications!
মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে যুক্ত হয়েছে এম টি নীল কমল ও এম টি জয়মনি নামে দুটি অত্যাধুনিক টাগ বোট। ছবি : এনটিভি

মোংলা বন্দরে আগত বড় বিদেশি বাণিজ্যিক জাহাজ দ্রুত সময়ে ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকর উদ্যোগ সম্পন্ন হয়েছে। এই কাজে বন্দরে যুক্ত হয়েছে এম টি নীল কমল ও এম টি জয়মনি নামের দুটি অত্যাধুনিক টাগ বোট। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বন্দরের ৫ নম্বর জেটিতে এ নৌযান দুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। 

হংকংয়ের চিও লি শিপইয়ার্ডে নির্মিত এই টাগ বোট দুটি গতকাল বুধবার দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে এসে পৌঁছায়। এরপর আজ দুপুরে ৫ নম্বর জেটিতে টাগ বোট দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগ বোটে। এর আগে মোংলা বন্দরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ডের। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ১৭৪ কোটি টাকা ব্যয়ে এ টাগ বোট দুটি সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৭০ বোলার্ডের দুটি টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরে আগত বড় বড় বিদেশি বাণিজ্যিক জাহাজ দ্রুত সময়ে ও নিরাপদে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডেলিংয়ে মোংলা বন্দরের সক্ষমতায় নব দিগন্তের সূচনা হলো।

বন্দরের নৌযান বহরে যুক্ত হওয়া এম টি নীল কমল ও এম টি জয়মনি জলযানের স্বাগত ও উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) এবং উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান।