ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৭

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামবদ্রপুর ইউনিয়নের চরআশাবর গ্রামের বাবলু (৪৫), তার স্ত্রী শিলা (৩৮) ও সন্তান সাদমান (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করেছেন। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘এ রোডে সিএনজিচালিত অটোরিকশাচালকরা খুব দ্রুত গতিতে গাড়ি চালায়। এ কারণেই দুর্ঘটনাটি হতে পারে।’

এনটিভি অনলাইনকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’