অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন র‌্যাব সদস্য

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলকার একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সোহাগ মিয়া (২৭) নামের এক র‌্যাব সদস্য সর্বস্ব খুইয়েছেন। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

সোহাগ মিয়া র‌্যাব-১ এর সিপিসি-তিনে কর্মরত আছেন। অসুস্থ র‌্যাব সদস্যের সহকর্মী উপপরিদর্শক (এসআই) শামসু মিয়া ও ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

এসআই শামসু মিয়া বলেন, ‘রাতে ছুটি শেষ করে গাজীপুর থেকে একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এ সময় প্রতারক চক্র টিস্যু পেপারের মধ্যে নেশাজাতীয় কোনো কিছু দিয়ে তাকে অসুস্থ করে। এরপর তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে কিছুটা সুস্থ হলে সে নিজেই আমাদের ক্যাম্পে আসে। তখন আমরা দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক র‌্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আজ (শনিবার) সকালের দিকে তাকে রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’