দেড় কোটি টাকার হেরোইন জব্দ, আটক ৪

Looks like you've blocked notifications!
হ্যান্ড কাফের প্রতীকী ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর ও সাভার এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় এক কোটি ৪৯ লাখ  টাকা মূল্যের এক হাজার ৪৯০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৪। সে সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর থেকে ৪৯০ গ্রাম হেরোইনসহ মো. জামিল হোসেন (২০), মো. মিজানুর রহমান (২০), মো. তারিফ হোসেনকে (৪৩) আটক করা হয়। এদের সবার গ্রামের বাড়ি রাজশাহী।

অন্যদিকে, শনিবার সকালে সাভারের হেমায়েতপুর থেকে এক কেজি হেরোইনসহ মো. শহিদুল হক (৩৫) নামে একজনকে আটক করেছে। এ সময় তার সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে র‌্যাব জানতে পারে, বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলায় সরবরাহ করে তারা। বিশেষ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে তারা এসব বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে তারা।