নরসিংদীতে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষুসেবা

Looks like you've blocked notifications!
নরসিংদীতে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের (ইসিপি) উদ্যোগে ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় দিনভর চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

নরসিংদীতে প্রায় চার শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাগহাটার শিলমান্দি ইউনিয়নের ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মানবিক সাহায্য সংস্থা আই কেয়ার প্রোগ্রামের (ইসিপি) উদ্যোগে ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় দিনভর এই আয়োজন করা হয়।

এসময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ৮৭টি চশমা দেওয়া হয়। এছাড়া ২৬ জনের ছানি অপারেশনের জন্য ইসিপির সহযোগী লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

মানবিক সাহায্য সংস্থার সোশ্যাল সার্ভিস প্রোগ্রামের সিনিয়র অফিসার শালোমি সাংমা বলেন, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা সহজলভ্য করতে কাজ করছে। আমাদের দিনব্যাপী এই কার্যক্রমে অসহায় দুস্থ রোগীদের চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শ্রী সাহা বলেন, উদ্যোগটি খুবই ভালো, মানবিক উদ্যোগ। আমাদের দেশে এমনও মানুষ আছে, যারা টাকার জন্য ছানি অপারেশন করতে পারেন না। চিকিৎসকের ভিজিটের জন্য ডাক্তারের কাছে যান না, সেসব মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি উদ্যোগ। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এই উদ্যোগ সবসময় হওয়া উচিত।

উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থা আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বমোট ৪১৮টি চক্ষুশিবির বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত মোট এক লাখ ৯৬ হাজার ৮১৭ জনকে বিনামূল্যে চক্ষুসেবাসহ ১৯ হাজার ১৬৭ জনের চোখে সার্জারি সম্পন্ন করেছে।