কবিতার মতো সমাজকে সাজাতে চাই : মান্না

Looks like you've blocked notifications!
মাহমুদুর রহমান মান্না আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তার কবিতার বই ‘মিথ্যা এখন অনিন্দ্য’র প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন। ছবি : এনটিভি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি রাজনীতিকেও কবিতা মনে করি। কবিতাকে যেভাবে সুন্দর করে সাজাতে চাই, সেভাবে সাজাতে চাই সমাজকেও। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার কবিতার বই ‘মিথ্যা এখন অনিন্দ্য’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘কেউ যদি বলে, আপনি কবি নাকি রাজনীতিবিদ। আমি বলবো, রাজনীতিবিদ। কারণ, আমি রাজনীতিকে কবিতা মনে করি। সমাজের মধ্যে শোষণ-বঞ্চনা-অত্যাচার-ভোটচুরিসহ যত অত্যাচার আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাকেও আমি কবিতা মনে করি।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এখন মিউনিখে আছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি (শেখ হাসিনা) নাকি মিউনিখে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে গিয়েছেন।’ তিনি বলেন, ‘যে যুদ্ধ থামাতে সি জিন পিং, পুতিন ও বাইডেনের মাথা ঘেমে যাচ্ছেন, সে যুদ্ধ নাকি আমাদের প্রধানমন্ত্রী থামাবেন। জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেটা কোনো নিয়মিত বৈঠক না, সাইড লাইনের বৈঠক। এই বৈঠকের পরে জেলেনস্কি তার সামাজিক মাধ্যমে ছবিসহ খবর দিয়েছেন। কিন্তু সেখানে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে, সেটা বলেনি। তাহলে মিথ্যা অনিন্দ্য না?’

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই সিকদার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ।