যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকাসহ আটক ৩

Looks like you've blocked notifications!
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে দুই হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌপুলিশ। ছবি : এনটিভি

চাঁদপুরে হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে দুই হাজার কেজি (৫০ মণ) জাটকাসহ তিনজনকে আটক করেছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এমবি ফারহান-৮ লঞ্চ থেকে এই জাটকা জব্দ করা হয়। 

জব্দ করা জাটকাগুলো আজ দুপুরে হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়িতে অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান অসহায়, গরিব, দুস্থ পরিবার ও এতিমখানায় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) বেলায়েত হোসেন শিকদার। 

আটক ব্যক্তিরা হলেন ভোলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, মেঘনা নদীতে হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকাসহ তিনজনকে আটক করা হয়।

চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নৌপুলিশ জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌপুলিশ চাঁদপুর অঞ্চল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই ভবিষ্যতেও এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।