রাজধানীতে বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগের একটি বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
দুপুরে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা এনটিভি অলাইনকে এ তথ্য জানান।
সুজিত কুমার সাহা বলেন, ১১টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। পিতার নাম মৃত কমল মিয়া।
সুজিত কুমার সাহা জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগে মাধবীলতা ভবনে ডিবির মিরপুর বিভাগের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় তিনি কাজ করতেন। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তিনি ছাদের কার্নিশ দিয়ে একা একা হাঁটছিলেন। তারপর ছাদ থেকে নিচে পড়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।