ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে

বাইসাইকেল চালিয়ে ১০ ভারতীয় নাগরিক বাংলাদেশে

Looks like you've blocked notifications!
ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ‘১০০ মাইলস’ ও ‘ভাষা সূত্র’ নামে দুটি সংগঠনের ১০ সদস্য। ছবি : এনটিভি

‘বাংলা কখন হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’- এই প্রতিপাদ্যে দশম ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র‌্যালি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন ‘১০০ মাইলস’ ও ‘ভাষা সূত্র’ নামে দুটি সংগঠনের ১০ সদস্য। বাংলা ভাষা ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে তাঁরা বাংলাদেশে এসেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে। বেনাপোল সীমান্ত হয়ে রোববার বিকালে ফরিদপুরে এসে পৌঁছায় দলটি। 

দলটি ফরিদপুরের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে আজ সোমবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। পর্যটক দলটি পদ্মা সেতু দিয়ে আজ ঢাকায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আবার ভারতে ফিরে যাবে। 

সংগঠনের সদস্যরা জানান, একমাত্র বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছে। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলাতে কথা বলি- এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।