জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে পাঁচবিবিতে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি

জয়পুরহাটে পাঁচবিবির আবু হোসাইন হত্যা মামলায়  মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলী টুরার স্ত্রী মোসা. সহিদা বেগম ও ছেলে রব্বানী, একই গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন এবং দরগাপাড়া গ্রামের আবু রায়হানের  স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল ইসলাম।

এ মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদা থেকে খড় খোলার সময় ওই গ্রামের আবু তাহেরকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে হামলা করে। এ সময় তাঁর ছেলে আবু হোসাইন তাঁকে বাঁচাতে সেখানে ছুটে গেলে আসামিরা তাঁকেও আক্রমণ করে  এবং তিনিও গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তাঁর বাবা আবু তাহের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় নয়জনের নাম উল্লেখ করে  মামলা করেন। 

সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ পাঁচজনকে মৃত্যুদণ্ড  এবং প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পাঁচজনের মধ্যে একজন পলাতক রয়েছেন। মামলা চলাকালীন দুজনের মৃত্যু হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।