কেন্দ্রের বাইরে প্রশ্ন, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

Looks like you've blocked notifications!

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর প্রশ্ন ফাঁসের ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়ায়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও একই কেন্দ্রের অংশ পাশের পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার মাত্র ২৫ মিনিটের মধ্যে ওই কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের জানালা দিয়ে পরীক্ষার্থীরা বাইরে প্রশ্ন সরবরাহ করে, এতে অনেকেই মোবাইলে প্রশ্নের ছবি ধারণ করে এবং মুহূর্তেই প্রশ্নটি অনেকের মোবাইলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম তাৎক্ষণিক পরীক্ষাকেন্দ্রটি পরিদর্শন করেন এবং দুই কক্ষ পরিদর্শক উপজেলার পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এই পরীক্ষাকেন্দ্রটিতে ইসলামপুর উচ্চ বিদ্যালয়, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৬০১ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

পরীক্ষা শুরুর ২৫ মিনিটের মধ্য প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়ে দায়য়িত্বরত কেন্দ্র সচিব মাহাবুব রহমান বলেন, আমি পরীক্ষার হলে গিয়ে বসে থাকি না, আমি কী করব? পরীক্ষা কক্ষে যারা দায়িত্বে ছিল তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।