যৌন নিপীড়ন : চাকরি হারালেন জাবি শিক্ষক মাহমুদুর রহমান
যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি। তাদেরকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব আবু হাসান বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর দেয়ালচিত্র মুছে ব্যাঙ্গাত্মক গ্রাফিতি অঙ্কনের ঘটনায় তদন্ত শেষে শিক্ষার্থী অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে ডেকে হলের কক্ষে আটকে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে সেখানে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি। এ ঘটনায় ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।