দুই মেয়েকে কীটনাশক খাইয়ে মায়ের আত্মহত্যা

Looks like you've blocked notifications!
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু (ইনসেটে মৃত মা তানিয়া)। ছবি : এনটিভি

স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে দুই মেয়েকে বিষ (কীটনাশক) পান করিয়ে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছেন এক মা। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলার উত্তর শ্রীপুর খামার বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষপানে আত্মহত্যা করা গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি মালয়েশিয়া প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী। এ ঘটনায় তানিয়ার দুই মেয়ে তাবাচ্ছুম (৮) ও ফাতেহা (২ বছর ৫ মাস) মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পরকীয়াসহ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে তানিয়ার সঙ্গে তাঁর স্বামীর মোবাইল ফোনে কথা হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির লোকজনের অগোচরে দুই মেয়ে তাবাছুম ও ফাতেহাকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। বিষ পানের ফলে শিশু বাচ্চা তাবাছুম ও ফাতেহা ছটফট করতে থাকলে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে বাড়ির লোকজন ঘরে এসে দেখতে পায় তানিয়া মৃত অবস্থা ঘরে পড়ে আছেন। দুই মেয়েকে তাৎক্ষণিক বাড়ির লোকজন চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব কিংবা স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটেছে। তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। আর তার দুই মেয়ে আশঙ্কাজনকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।’