কারামুক্ত বিএনপিনেতা আলালের বাসায় ড. মঈন খান

Looks like you've blocked notifications!
সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আজ শুক্রবার তার বনানীর বাসভবনে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : বিএনপি মিডিয়া সেল

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আলালের বনানীর বাসায় তাকে দেখতে যান ড. মঈন খান ।

এ সময় ড. মঈন খান আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। গতকাল বৃহস্পতিবার আলালের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ দিন ফোন করে আলালের খোঁজ নেন সদ্য কারামুক্ত স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

তিন মাস ২৩ দিন পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ডসহ সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।