কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত

Looks like you've blocked notifications!
ভারতীয় নাগরিককে হস্তান্তরের আগ মুহূর্তে হিলি অভিবাসন কার্যালয়ে। ছবি : এনটিভি

মাদক নিয়ে বাংলাদেশে গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগ শেষে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাকে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ।

দেশে ফিরে যাওয়া ওই ভারতীয় নাগরিকের নাম মো. দিদারুল ইসলাম (২৬)। তিনি ভারতের পশ্চিবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার খারুন (ভীম) গ্রামের শামসুল আলমের ছেলে। এসময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল জানান, ভারতীয় নাগরিক দিদারুল গত ২০২২ সালের আগস্ট মাসে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি সদস্যরা তাকে মাদকসহ আটক করে। এই ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করলে পুলিশ তাকে দিনাজপুর জেল হাজতে পাঠান। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত দিদারুলকে অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন। একই সাথে দুই মামলার সাজা চলায় এক বছরেই তার সাজার মেয়াদ শেষ হয়। পরে দুই দেশের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হলে শনিবার দুপুরে তাকে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ভারতের হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার জানান, দুপুরের দিকে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ দিদারুলকে আমাদের কাছে হস্তান্তর করেন। এরপর আমরা আনুষ্ঠানিকতা শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।