আজ জাতীয় স্থানীয় সরকার দিবস
জাতীয় স্থানীয় সরকার দিবস আজ রোববার (২৫ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।