খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগনেতা নিহত

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বি এম তন্ময়। ছবি : এনটিভি

খেলা দেখে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বি এম তন্ময় (২০) নিহত হয়েছেন। এ সময় তার অপর দুই বন্ধু সাজিত বিশ্বাস ও নোমান বিশ্বাস মারাত্মক আহত হয়েছেন। আহত নোমানকে খুলনা গাজী মেমোরিয়ালে এবং সাজিতকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া-তাড়াইল সড়কের পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মো. ফায়েক বিশ্বাসের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নিহত তন্ময় এ বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জ শহরের লালমিয়া সিটি কলেজ থেকে উত্তীর্ণ হয়।

নিহতের আপন চাচা টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস জানান, বিএম তন্ময় তার দুই বন্ধুকে নিয়ে রাতে শর্ট পিস ক্রিকেট খেলা দেখতে একই উপজেলার তাড়াইল গ্রামে যায়। খেলা দেখে সেখান থেকে বাড়ি ফেরার পথে বাঘিয়ারকুল এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা তন্ময় সিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘঠনাস্থলেই মারা যায়। অপর দুই বন্ধু কলেজছাত্র মোটরসাইকেলচালক সাজিত ও আরোহী নোমান মারাত্মক আহত হয়।

মারাত্মক আহত দুইজনকে রাতেই গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোমানকে খুলনা গাজী মেমোরিয়ালে ভর্তি করা হয়েছে।

এদিকে আজ রোববার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামের গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরে তন্ময়ের মরদেহ দাফন করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস জানান, ছাত্রলীগ নেতা বিএম তন্ময় নিহতের খবর আমরা আজ রোববার জানতে পেরেছি। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় আজ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।