স্ত্রীর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী আটক
পারিবারিক বিরোধের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত স্বামী মছের সরকারকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পপি খাতুনকে (৪৯) ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমি তিনি তাঁর স্বামীর নামে লিখে না দেওয়ায় নিয়মিত তাঁকে নির্যাতন করতেন তিনি। এর জের ধরে আজ দুপুরে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার পর হাত বেঁধে মাথা ন্যাড়া করে দেন স্বামী মছের সরকার। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী গৃহবধূ পপি খাতুনের পরিবার।
বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে স্বামী মছের সরকারকে আটক করা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।