বেনাপোলে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১০

Looks like you've blocked notifications!
বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা। ছবি : এনটিভি

যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আট আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তি হলেন বেনাপোলের সাদীপুর গ্রামের সাহেব আলী (৬৫), পরোয়ানাভুক্ত আসামি একই গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলাম (২২)। তবে নিয়মিত মামলায় গ্রেপ্তার আট আসামির নাম তাৎক্ষণিক জানানো হয়নি।

ওসি সুমন ভক্ত বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বেনাপোলের বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাদকের একটি চালান নিয়ে সাহেব আলী নামে মাদককারবারি অবস্থান করছে। পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে, সাদীপুর গ্রামে তার নিজ বাড়ির পিছনে লুকিয়ে রাখা আরও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অপর এক অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকায় থেকে নিয়মিত মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একজন পরোয়ানাভুক্ত এবং আট জন নিয়মিত মামলার আসামি হওয়ায় তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।’