চুয়াডাঙ্গায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চলিয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ অভিযান চলানো হয়।

এ সময় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবরে কয়েকটি ক্লিনিকের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আজ দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট, অপরিষ্কার  অপরিচ্ছন্ন পরিবেশ ও টেকনোলজিস্টের সার্টিফিকেট না থাকায় ৩০ হাজার টাকা, মদিনা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১০ দিনের জন্য ক্লিনিক বন্ধ ঘোষণার কথা বলা হলেও স্থানীয়দের অনুরোধে তা মওকুফ করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে আমারুল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন প্যাথলজি ও আব্দুল্লাহ ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় মালিকরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও জানান, যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজিদ হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক এবং পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।