অবৈধভাবে সিসা গলানোয় জেল-জরিমানা

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে সিসা গলানোর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সিসা গলানোর দুটি অবৈধ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা এবং কেয়ারটেকারকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নে অবৈধভাবে পুরোনো ব্যাটারি গলিয়ে সিসা তৈরির দুটি কারখানা গড়ে ওঠে। সেখানে অভিযান চালিয়ে কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আইন অমান্য করায় কারখানা দুটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কেয়ারটেকার মো. মুখলেসুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

এলাকাবাসী জানায়, কারখানা দুটির মালিক রতন, মোখলেস, বিল্লাল, সুমন, সজীব ও ইব্রাহিম। এদের বাড়ি গাইবান্ধা, ঢাকার সাভার ও যাত্রাবাড়ী এলাকায়। কারখানা দুটি আনুমানিক তিন সপ্তাহ আগে খোলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, উপজেলার বালুচর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা দুটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কেয়ারটেকার মো. মুখলেসুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।