নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক বেলায়েত
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মাইটিভি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।
১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন দ্য নিউ নেশন ও খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু, অর্থ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল পত্রিকার আবু রায়হান রাসেল, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভি ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকামেইলের সুমন আলী নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কায়েস উদ্দিন, দৈনিক করোতোয়ার নবির উদ্দিন, এনটিভি ও দৈনিক আমাদের সময় ও ইউএনবির আসাদুর রহমান জয়, ডেইলি অবজারভারের ওবায়দুল হক, প্রথম আলোর ওমর ফারুক ও দৈনিক জবাবদিহির রাসেল রানা।
নতুন এই কমিটি আগামী এক বছর নওগাঁ জেলা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।