অফিসকক্ষের অনুমোদন নিয়ে রেস্তোরাঁ-দোকান করা হয়েছে : ড্যাপ প্রকল্প পরিচালক

Looks like you've blocked notifications!
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর বহুতল ভবনটি। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর বেইলি রোডে যে ভবনে আগুন লেগেছিল সে ভবনে সাততলা পর্যন্ত অফিসকক্ষ হিসেবে ব্যবহারের জন্য বাণিজ্যিক অনুমোদন নেওয়া ছিল। তবে, সেখানে রেস্তোরাঁ, শোরুম, মোবাইলের দোকানও করা হয়েছে। এমন সব তথ্য গণমাধ্যমে জানিয়েছেন রাজউকের নগর পরিকল্পনাবিদ ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম।

অন্যদিকে, আজ শুক্রবার (১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বরাত দিয়ে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এম খুরশীদ হোসেন বলেন, ভবনটিতে আটটি রেস্তোরাঁ, একটি জুস বার (ফলের রস বিক্রির দোকান) ও একটি চা-কফি বিক্রির দোকান ছিল। ছিল মুঠোফোন ও ইলেকট্রনিকস সরঞ্জাম এবং পোশাক বিক্রির দোকানও। ভবনে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে যায়।

ড্যাপ প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবনটির এক থেকে সাততলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন নেওয়া হয়েছে। তবে, তা শুধু অফিসকক্ষ হিসেবে ব্যবহারের জন্য। রেস্তোরাঁ, শোরুম (বিক্রয়কেন্দ্র) বা অন্য কিছু করার জন্য অনুমোদন নেওয়া হয়নি।