দুই মেয়ে হারিয়ে পাথর বাবা

Looks like you've blocked notifications!
দুই মেয়ে হারানো দুদক সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েলকে সান্ত্বনা দিচ্ছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। ছবি : দুদক

গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। মেয়েদের হারানোর শোকে যেন পাথর তিনি। মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহীকে (২১) করা হয়েছে দাফন। তারা শুয়ে আছেন রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে। চিরতরে হারানো মেয়েদের জন্য দোয়া চেয়েছেন কবির হোসেন জুয়েল।

জানা গেছে, বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন। কবির হোসেন জুয়েল রাজধানীর সরকারি এজিবি কলোনীতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতেন। 

মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। দগ্ধ অনেকেই আছেন হাসপাতালে ভর্তি।