ভারতে সাজা শেষে দেশে ফিরল পাচারের শিকার ১০ বাংলাদেশি

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে সাজা শেষে দেশে ফিরেছে পাচারের শিকার ১০ বাংলাদেশি। ছবি : এনটিভি

ভারতে সাজা শেষে দেশে ফিরেছে এক নবজাতকসহ পাচারের শিকার ১০ বাংলাদেশি। আজ শনিবার (২ মার্চ) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কনসুলার কর্মকর্তা ওমর শরিফ আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন। পাচার হওয়া এসব ব্যক্তি বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। পরে দালালরা তাদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করে জেল হাজতে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদেরকে ফেরত আনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা মো. ইলিয়াস, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া প্রমুখ।