ভারত থেকে পীরের আগমনে রাজবাড়ীতে লাখো মানুষের ঢল

Looks like you've blocked notifications!
আজ শনিবার ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার পীর হজরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী (রাঃ) এর আগমন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়ায় লাখো মানুষের ঢল নামে। ছবি : এনটিভি

ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)- এর বংশধর হজরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী (রাঃ) এর আগমন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়ায় লাখো মানুষের ঢল নামে।

আজ শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হজরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরীকে বহনকারী হেলিকপ্টার দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরণ করে। এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তরা দৌলতদিয়া এসে খোলা আকাশের নিচে রাত কাটান। হুজুর আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে লাখো মানুষ তার জন্য অপেক্ষা করেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাকে ভক্তদের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাগদাদের বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) এর খাদেম হজরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।