ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

Looks like you've blocked notifications!
ড্রাম ট্রাক নিয়ন্ত্রণের জন্য ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিট তৈরি করা হয়েছে। ছবি : এনটিভি

ফরিদপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মমিনুল আহম্মেদ আলভি (২৪) পাঠাও কুরিয়ার কোম্পানির কর্মী হিসাবে চাকরি করত। নিহত আলভি পাবনা জেলার রাধানগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গতকাল শনিবার (২ মার্চ) রাত ১০টার দিকে শহরের মুজিব সড়কের সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার পর রাতেই তুলে ফেলা হয়েছে বহুল বিতর্কিত শহরের বিটগুলো। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ওই যুবক টেপাখোলা থেকে মোটরসাইকেলে করে আলীপুর যাবার পথে শহরের মুজিব সড়কে সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে বালু ভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সে মারা যায়।

এরপর অবৈধ বালুর ট্রাক চলাচল বন্ধসহ ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে সাধারণ জনতা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে ও যান চলাচল স্বাভাবিক করে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এই  দুর্ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

গত কয়েক মাস ধরে ফরিদপুর শহরতলীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটি বিকেল থেকে ভোররাত পর্যন্ত বালি কাটার মহোৎসব চালায় পদ্মা নদীতে। ‌আর এই বালু বোঝাই ট্রাকগুলো রাতে শহরের উপর দিয়ে দাপিয়ে বেড়ায়। ড্রাম ট্রাক নিয়ন্ত্রণের জন্য শহরের বিভিন্ন স্থানে বিট তৈরি করা হয়েছে। বিটের কারণে ঘটছে আরও বেশি দুর্ঘটনা।