সরকার টু সরকার নয়, জনগণ টু জনগণ বন্ধুত্ব : ভারতীয় সহকারী হাই কমিশনার 

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। ছবি : এনটিভি

ভারত-বাংলাদেশ সরকার টু সরকার নয়, জনগণ টু জনগণ বন্ধুত্ব বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

আজ সোমবার (৪ মাচ) চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমে রুপি ও টাকা ব্যবহারের মাধ্যমে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশের জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণে উভয় দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বৈশ্বিক উদ্ভুত পরিস্থিতিতে তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমাতে রুপি ও টাকার বিনিময়ে আমদানি-রপ্তানির বিষয়টি সামনে এসেছে।  আমাদের ভাবনা ভারত-বাংলাদেশ এক সঙ্গে মিলে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেজন্য আমরা কাজ করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মনোজ কুমার ভারত বিশ্বের সর্বাধিক ভিসাদাতা দেশ উল্লেখ করে বলেন, ‘ভিসা সহজীকরণে আমরা কাজ করছি।’ বিএসএফের আচরণবিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা টানা ১২ ঘণ্টা কাজ করেন তাই কখনও কখনও হয়তো তাদের আচরণ একটু রুঢ় হয়।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ, সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহবুদ্দীন, ব্যবসায়ী মসিউল করিম বাবু, রায়হানুল ইসলাম লুনা, মাসুদ রানা, আখতারুল ইসলাম রিমন প্রমুখ ।

সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ ডলার সংকটের মুখে দুই দেশের আমাদানি-রপ্তানি কার্যক্রমে রুপি ও টাকা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হককে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার জিয়াউল হকের সাধারণ পাঠাগারের নতুন ভবন নির্মাণে ভারতীয় হাই কমিশনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।