সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ বুধবার সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : এনটিভি

লোকবল সংকট, অপরিচ্ছন্নতা, চিকিৎসক অনুপস্থিতসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চলছে স্বাস্থ্যসেবায় চরম বিশৃঙ্খলা। আজ বুধবার (৬ মার্চ) সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমন চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার সকালে মন্ত্রী সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় নানান অসঙ্গতির পাশাপাশি হাসপাতালে উপস্থিত না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সতর্ক করেন।

দুপুরে মন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিঘলি উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর লোকবল সংকট, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এ ব্যাপারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীর অনাকাঙ্খিত ভিড় কমানো সম্ভব হবে।

এছাড়া দেশে ৫ জেলায় ৫টি বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।