ডাটাবেজের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ সম্ভব : প্রেস কাউন্সিল চেয়ারম্যান 

Looks like you've blocked notifications!
ভোলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। ছবি : এনটিভি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি। দেশে কতজন সাংবাদিক রয়েছে এটার তালিকা প্রয়োজন। এ ক্ষেত্রে কারা সাংবাদিক সেটা প্রথমে ঠিক করতে হবে। সাংবাদিকদের ডাটাবেজের মাধ্যমেই অপসাংবাদিকতা রোধ করা সম্ভব হবে।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভোলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান এ কথা বলেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাঁকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে। সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছে।’

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই প্রেস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্যই এ প্রেস কাউন্সিল গঠন করা হয়।

দেশের বিশিষ্ট সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে আসা সাংবাদিকদের উৎসাহিত করে প্রধান অতিথি বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।

কর্মশালায় জেলার মোট ৪৪ সাংবাদিক অংশগ্রহণ করেন।