জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্থানীয় সরকারমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ শনিবার চট্টগ্রামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : স্থানীয় সরকার মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সবসময় দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। আজ শনিবার (৯ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করতে শুধুমাত্র বরাদ্দকেই বোঝায় না, বরং নির্দিষ্ট এলাকার মানুষের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বোঝায়।’ তিনি বলেন, ‘প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদকে তাদের নিজনিজ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার বিষয়ে ভাবতে হবে। মানুষের আয় বৃদ্ধি পেলে ও সহজে নাগরিক সেবা পেলে মানুষ রাজস্ব দিতে উৎসাহ বোধ করবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বরাদ্ধের সুফল যাতে জনগণ সঠিকভাবে পায় সেজন্য সিটি করপোরেশনের সব স্তরের মানুষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী আসন্ন বর্ষাকালে এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাসা বাড়ি, স্কুল কলেজ, হাসপাতাল ও থানা থেকে শুরু করে যেসব জায়গায় পরিষ্কার স্বচ্ছ পানি জমাট বাঁধতে পারে, সেখানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। যাতে এডিস মশা জন্মাতে না পারে। এ বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিদের নিজনিজ এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরনের জন্য নেওয়া যেকোনো উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু, আব্দুস সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম ও ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজিব রঞ্জন।