রমজানে সব বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ফাইল ছবি

পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একইসঙ্গে ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতির কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (১০ মার্চ) এ আদেশ দেন।

একইসঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত। আর দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রমজানে প্রাথমিক বিদ্যালয় ১০ দিন খোলা রাখার প্রজ্ঞাপন দেয়। একইদিন মাউশি প্রজ্ঞাপন দেয় ১৫ দিন স্কুল খোলা রাখার। এরপর রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং যানজট এড়াতে রিট করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদা খানম।