সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল

চার দিনের রিমান্ডে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

Looks like you've blocked notifications!
বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি : এনটিভি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার কাজলকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ডের আদেশ দেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আজ সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে চার দিন রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে ব্যারিস্টার কাজলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এ ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া একই মামলায় গতকাল পাঁচজন আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন সিএমএম আদালত।

এর আগে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।

মামলায় আসামিদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্পাদক পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও রয়েছেন।